Friday, February 9, 2018

 মশা
হামোম প্রমোদ

একটি মশা -
কেবলি উড়ে উড়ে বেড়ায় মশারির ভেতর।
একটুও থামে না, বসে না কোথাও
কারণ সে জানে-
  থামলেই- কোথাও বসলেই প্রাণ হারাবে।

দীর্ঘ দিনের অভুক্ত, স্বাস্হ্যহীন
খুবই চতুর ক্ষুদ্রাকৃতির সে মশাটি।
আমি অপেক্ষমান-
একবার না একবার মশাটি থামবেই
বসবে কোথাও মুহূর্তের জন্যে।

কিন্তু মশাটি থামে না- বসে না কোথাও
কানের কাছে গুনগুন করতেই থাকে
মশারির ভেতরের মশাটি-
তবু, একবার অন্তত তাকে থামতেই হবে
সেই মুহূর্তের জন্যে-
              আমি অপেক্ষা করছি
                 আমি অপেক্ষা করছি
                       আমি অপেক্ষা করছি ।  [ অনুবাদ- এ কে শেরাম ]